Being a smart, contemporary furniture brand, ACTIVE FURNITURE aspires to make sure you get the best value and an exciting experience. We also believe you have high expectations from ACTIVE FURNITURE, and we believe we can deliver on our promises as long as we have you with us. With every passing day, we get to know each other better for the sake of our enduring relationship. And you know, the relationship gets stronger when we know a bit more details about each other. That’s why we are going to collect some details about you, and we will be the sole custodian to secure the privacy of those details for the best interest of both of us.
Privacy Maintenance:
We always inform you of the purpose of any information we are going to ask you for.
We clearly state where we are going to use that information.
You know beforehand how long we are going to keep that information with us.
We let you know based on that information only who can contact you.
Details We Ask For:
Photograph: When you go for a visual search, you select ‘photographs’ of our furniture. When you are done with searching and decide to log out, we remove your selected ‘photographs’ of those chosen furniture.
Usage Data: We collect non-personal information to understand how you interact with our App.
Names & Emails: To get back to you with feedback, we need to have your name and email.
Sharing of Information:
We do not share, exchange, spread, or trade your details to any third party, banks, or marketing agencies. Only business verticals of ACTIVE FURNITURE that are directly there to serve you can access that information for your best interest.
In case of any directive from state agencies or regulatory bodies, as a law-abiding corporate citizen, we have no choice but to share your details.
Data Security:
We take a series of steps to maintain this:
A. Data Encryption
B. Firewalls
C. Secure Server
Data Preservation:
We don’t store your personal information once it is no longer in use. Your searched photos are stored only for a few hours. Names and emails remain with us as long as you wish them to be with us.
Privacy Rights:
Right to Access: You have the sole right to access your personal information you share with us. You also have the right to change/alter/modify them when you feel like, provided you contact us through the proper channel.
Right to Object: You have every right to inform us about any erroneous or misinformation we have about you. We shall rectify those immediately.
Right to Withdraw: You have the sole right to withdraw your personal information anytime. In this case, you need to inform us through the proper channel.
Share Your Mind:
For any concern or query regarding our privacy policy, we are happy to hear from you: info@activefurniture.com
Privacy Policy
স্মার্ট ও আধুনিক ফার্নিচার ব্র্যান্ড হিসেবে ACTIVE FURNITURE আপনাকে সর্বোচ্চ মূল্য এবং আকর্ষণীয় অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রাখে। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করেন, আর আমরা-ও বিশ্বাস করি আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারব। প্রতিটি দিন আমাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়, কারণ আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন আমরা একে অপর সম্পর্কে কিছু বিস্তারিত জানি। সেই কারণেই আমরা আপনার কিছু তথ্য সংগ্রহ করব, এবং সেই তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা একমাত্র দায়িত্বপ্রাপ্ত থাকব, যা দুপক্ষের জন্যই কল্যাণকর হবে।
গোপনীয়তা রক্ষা:
১। আমরা যেকোনো তথ্য চাওয়ার আগে তার উদ্দেশ্য আপনাকে জানাই।
২। কোথায় সেই তথ্য ব্যবহার করা হবে, তা আমরা স্পষ্টভাবে উল্লেখ করি।
৩। কতদিন সেই তথ্য আমাদের কাছে থাকবে, তা আপনি আগেই জানতে পারবেন।
৪। কেবলমাত্র সেই তথ্যের ভিত্তিতেই আপনাকে কে যোগাযোগ করতে পারবে, তা আপনাকে জানানো হবে।
আমরা যে তথ্য চাই:
১। ফটোগ্রাফ: যখন আপনি ভিজ্যুয়াল সার্চে যান, তখন আমাদের ফার্নিচারের ‘ফটোগ্রাফ’ নির্বাচন করেন। সার্চ শেষ করে লগ আউট করলে আপনার নির্বাচিত ফটোগ্রাফ আমরা মুছে ফেলি।
২। ব্যবহার তথ্য (Usage Data): আমরা নন-পার্সোনাল তথ্য সংগ্রহ করি যাতে বুঝতে পারি আপনি কীভাবে আমাদের অ্যাপ ব্যবহার করছেন।
৩। নাম ও ইমেইল: আপনাকে প্রতিক্রিয়া জানাতে আমাদের আপনার নাম ও ইমেইল প্রয়োজন।
তথ্য শেয়ার:
১। আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষ, ব্যাংক বা মার্কেটিং এজেন্সির সঙ্গে শেয়ার, বিনিময় বা বাণিজ্য করি না। কেবলমাত্র ACTIVE FURNITURE-এর সেই ব্যবসায়িক বিভাগগুলো, যারা সরাসরি আপনাকে সেবা দিতে কাজ করে, তারা এই তথ্য ব্যবহার করতে পারে।
২। রাষ্ট্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা এলে, আইন মান্যকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের আপনার তথ্য শেয়ার করা ছাড়া উপায় থাকে না।
ডেটা সুরক্ষা:
আমরা তথ্য সুরক্ষায় কয়েকটি পদক্ষেপ গ্রহণ করি:
ক) ডেটা এনক্রিপশন
খ) ফায়ারওয়াল
গ) সিকিউর সার্ভার
তথ্য সংরক্ষণ:
তথ্য আর প্রয়োজন না হলে আমরা ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করি না। আপনার সার্চ করা ফটোগ্রাফ কয়েক ঘণ্টার বেশি রাখা হয় না। নাম ও ইমেইল আমরা কেবল আপনার ইচ্ছানুযায়ী রাখি।
আপনার গোপনীয়তার অধিকার:
১। অ্যাক্সেসের অধিকার: আপনি আমাদের সঙ্গে শেয়ার করা আপনার ব্যক্তিগত তথ্য দেখার ও পরিবর্তন/সংশোধন করার পূর্ণ অধিকার রাখেন, যথাযথ মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে।
২। আপত্তির অধিকার: কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য আমাদের কাছে থাকলে আপনি আপত্তি জানাতে পারেন, এবং আমরা তা সঙ্গে সঙ্গে সংশোধন করব।
৩। প্রত্যাহারের অধিকার: আপনি চাইলে যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য প্রত্যাহার করতে পারেন। এ ক্ষেত্রে আমাদের সঠিক মাধ্যমে জানাতে হবে।
আপনার মতামত দিন:
আমাদের গোপনীয়তা নীতি নিয়ে কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকলে আমরা আপনার কথা শুনতে আগ্রহী:
activefurniture.m@gmail.com
গোপনীতার শর্তাবলী
Contact Us
Get in touch for privacy policy assistance.
ACTIVE FURNITURE
Active Furniture, a leading Bangladeshi manufacturer, has been crafting premium, lifestyle-enhancing furniture for decades — combining timeless craftsmanship with modern elegance.
CONTACT INFO
© 2025. ACTIVE FURNITURE all rights reserved. | Powered by Dexter
366, East Padardia, Shatarkul Road
Badda, Dhaka, Bangladesh